মানবদেহের ৭৮ টা অঙ্গের মধ্যে সবচেয়ে ব্যস্ত, গোটা দেহের বিভিন্ন কোষের প্রয়োজনীয় শক্তি উৎপাদন কারী কাঁচা মালের ( Glucose, Ketones, Vitamins, Minerals) ভেন্ডর ও রি-প্যাকার, প্রসেসর হচ্ছে লিভার।
লিভার জানা অজানা অসংখ্য বায়োকেমিক্যাল কার্যক্রমের আস্তানা। মানবদেহের মধ্যে খাদ্য গৃহীত হোক বা না হোক, প্রয়োজনীয় পুষ্টি খাদ্যের মাধ্যমে আসুক বা না আসুক – লিভার তার কাছে থাকা যে কাঁচামাল থাক সেখান থেকেই কোষের প্রয়োজনীয় সবকিছু তৈরি করে আপাতত দেহ ও কোষগুলোর বেঁচে থাকার রসদ সরবরাহ করতে থাকে।
একটা সময় পর (৩-১৪ দিন) লিভার সব রকম সরবরাহ বন্ধ করে দেয় যখন দেহের মাংস ও থাকে না।
আমাদের সর্বাঙ্গের সজীবতা ও শক্তি উৎপাদন করার জন্য লিভারের কার্যক্ষমতা ১০০% থাকা দরকার।
এছাড়াও, লিভার আরও বড় বড় কাজ করে থাকে।
কোলেস্টেরল সিনথেসিস,বাইল এসিড সিনথেসিস, খাদ্যের সন্চয়, রক্তের কেমিক্যাল বিশুদ্ধকরণ (যেমনভাবে ফুসফুস অক্সিজেন যুক্ত করে,কার্বোনডাইঅক্সাইড মুক্ত করে রক্তকে বিশুদ্ধকরণ করে) ।
কোষের বেঁচে থাকার জন্য যেমন হার্টের শক্তিশালী পেস বা রক্তকে ছুড়ে দেয়া বা টেনে আনার ক্ষমতা দরকার ( এই জন্য Heart is PACE maker), তেমনি কোষের সুস্থতা বা শান্তির জন্য লিভারের কার্যক্ষমতা ১০০% বা যথাযথ ভাবে থাকার দরকার।
এই জন্যই,
LIVER is PEACE-MAKER.